আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ চট্টগ্রাম ও এর সংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর ফলে ফেনী জেলার মুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৩১ আগস্ট) সংস্থাটি দেশের নদ-নদীর বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দিয়েছে।
সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের ভেতরে বা উজানে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাত হয়নি। তবে আগামী তিন দিন অর্থাৎ বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের ভেতরে এবং উজানের অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) একই সময় পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম বিভাগ এবং এর সংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, সেলোনিয়া ও গোমতী নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা ফেনী জেলার মুহুরী নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচদিন পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে ব্রহ্মপুত্র-যমুনার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
অন্যদিকে, গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। তবে পদ্মার পানি সমতল স্থিতিশীল আছে। আগামী তিনদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। তবে চতুর্থ ও পঞ্চম দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
সংস্থাটি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী তিনদিন হ্রাস পেতে পারে। তবে রংপুর বিভাগের দুধকুমার ও ধরলা নদীর পানি সমতল এই সময়ে বৃদ্ধি পেয়েছে। যদিও তিস্তা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় ও তৃতীয় দিনে হ্রাস পেতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের আপার-আত্রাই, আত্রাই ও পুনর্ভবা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আপার করতোয়া নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন আপার-আত্রাই ও আপার করতোয়া নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে আত্রাই নদীর পানি আগামী একদিন বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় ও তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC