ভারত পাশে ছিল বলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক শক্তিশালী দেশ বাংলাদেশ নিয়ে তাদের অশুভ উদ্দেশ্য সফল করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে নানা প্রতিকূলতা পার করেছে আওয়ামী লীগ। ভারত বাংলাদেশের পাশে ছিল বলে অনেক বড় বড় দেশের অশুভ খেলা সফল হয়নি।
হিন্দু সম্প্রদায়ের অনেক দাবি পূরণ হয়নি স্বীকার করে ওবায়দুল কাদের, তাদের ধৈর্য ধারণের পরামর্শ দেন।
শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভর্মা। আর মঙ্গল প্রদীপ জ্বেলে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংখ্যালঘু ভাবনাটাই একটি দাসত্বের শেকল। এটি ভেঙে ফেলতে হবে। হিন্দুদের জমি দখল এবং মন্দির ভাংচুরের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় থাকলেও তারা দুর্বৃত্ত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC