মে ৮, ২০২৫

বৃহস্পতিবার ৮ মে, ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত জেলাগুলোর পু‌লিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

Rising Cumilla - Baharul Alam
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: পুলিশ সদর দপ্তরের সৌজন্যে

ভারত ও পাকিস্তানের মধ্যেকার ক্রমবর্ধমান উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, কোন জ‌ঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্ত জেলাগুলোর পু‌লিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আই‌জি‌পি) বাহারুল আলম।

বুধবার (৭ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফেডারেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে, ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত, সংযত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা। পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনও পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার আহ্বান বাংলাদেশের।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুদেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে। শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বজায় রাখা হবে বলেও আশাবাদ ব্যক্ত করে ঢাকা।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে গতরাতে পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারত। ভারতের এ হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতশাসিত কাশ্মীরে অন্তত ১০ বেসামরিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৩২ জন। ভারতের ৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান।

আরও পড়ুন