
রাইজিং কুমিল্লা অনলাইন
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে একটি উল্লেখযোগ্য নিয়ম পরিবর্তন কার্যকর হতে চলেছে। বহুদিনের আলোচনার পর অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই ম্যাচে মধ্যাহ্নভোজের বিরতির আগে চা পানের বিরতি (টি-ব্রেক) হবে। টেস্ট ক্রিকেটের এই ঐতিহ্যবাহী ধারায় দ্রুতই এই পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে।
সাধারণত দিবারাত্রির টেস্ট ম্যাচে নৈশভোজের আগে চা পানের বিরতি দেখা যায়। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার লাঞ্চের আগেই টি-ব্রেকের এই বিশেষ নিয়মটি চালু করতে যাচ্ছে।
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২২ নভেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দ্রুত সূর্যাস্তের কারণে ম্যাচের শুরুর সময়ও ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে। সাধারণত টেস্ট ম্যাচ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়, কিন্তু এই টেস্টটি শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টায়। টস অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে।
ম্যাচের দিনের খেলার সময়সূচি নিম্নরূপ হবে:
প্রথম সেশন: সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত।
চা পানের বিরতি (টি-ব্রেক): ১১টা থেকে ১১টা ২০ মিনিট (২০ মিনিট)।
দ্বিতীয় সেশন: ১১টা ২০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত।
মধ্যাহ্নভোজের বিরতি (লাঞ্চ): বেলা ১টা ২০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত।
তৃতীয় সেশন: দুপুর ২টা থেকে স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত হবে দিনের খেলা।
যদি কোনো কারণে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, তবে ৩০ মিনিট বেশি খেলারও ব্যবস্থা রাখা হবে।
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ক্রিকইনফোকে গুয়াহাটি টেস্টে চালু হতে যাওয়া এই নতুন নিয়মের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি এই সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলে উল্লেখ করেছেন, “এটা একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত। শীতকালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সূর্যোদয়-সূর্যাস্ত অনেক তাড়াতাড়ি হয়। ৪টার সময় আলো অনেক কমে যায়। যার ফলে বেশিক্ষণ খেলা সম্ভব না। এ কারণে আমরা দ্রুত খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছি। খেলা শুরু হবে সকাল ৯টায়।”
এই নিয়মের ফলে গুয়াহাটি টেস্টে খেলার সময়সূচিতে এক নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC