
রাইজিং ফ্যাক্টচেক
ভারতে চিকিৎসা করাতে গিয়ে সাইদুর নামে এক বাংলাদেশি উগ্র হিন্দুদের হাতে প্রাণ হারিয়েছেন এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়া এবং ছবিগুলো গত বছরের মার্চে ভারতে হোলি উৎসব চলাকালীন ঘটে যাওয়া ভিন্ন দুটি ঘটনার সাথে সম্পর্কিত।
এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ভাইরাল ছবিগুলোর সত্যতা যাচাই করতে প্রথমে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো ২০২৫ সালের মার্চে ভারতে হোলি উৎসবের সময় ঘটে যাওয়া দুটি পৃথক ঘটনার।
প্রথম ছবিটি ভারতের একটি মসজিদের সামনে মুসলমানদের ওপর হামলার ঘটনার সাথে সম্পর্কিত। দ্বিতীয় ছবিটি ভারতের উত্তর প্রদেশের উন্নাও জেলায় হোলির রং মাখতে অস্বীকার করায় এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার।
ভারতীয় সংবাদমাধ্যম Amar Ujala, The Wire এবং The Observer Post-এ প্রকাশিত প্রতিবেদনে এই ঘটনাগুলোর বিস্তারিত তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনগুলোতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনাগুলো ২০২৫ সালের মার্চে হোলি উৎসবের সময় ভারতে সংঘটিত হয়েছিল। বাংলাদেশের সংবাদমাধ্যম ইনকিলাব ও রূপালী বাংলাদেশেও এই ঘটনাগুলো নিয়ে গত বছর মার্চে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
তবে, বাংলাদেশের কোনো নির্ভরযোগ্য মিডিয়া সাম্প্রতিক সময়ে ভারতে চিকিৎসারত বাংলাদেশি নাগরিকের এমন মৃত্যুর খবর প্রকাশ করেনি।
উল্লেখযোগ্যভাবে, পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে নতুন এবং মিথ্যা প্রেক্ষাপট তৈরি করে প্রচার করার প্রবণতা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে।
সুতরাং, ভারতে চিকিৎসা করাতে গিয়ে সাইদুর নামে বাংলাদেশি উগ্র হিন্দুদের হাতে প্রাণ হারিয়েছেন—এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রচারিত ছবিগুলো ২০২৫ সালের মার্চে ভারতে হোলি উৎসবের সময় ঘটে যাওয়া ভিন্ন ঘটনার এবং বর্তমান প্রেক্ষাপটে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তাই, রাইজিং ফ্যাক্টস এই দাবিতে প্রচারিত পোস্টগুলোকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC