সালমান খানে অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে এ একটি আবেদনপত্র জমা দিয়েছিল।
বুধবার ৩১ মে সিনেমাটি বাংলাদেশ আসার অনুমতি দিয়েছেন তথ্য মন্ত্রণালয়।আমদানিকারক প্রতিষ্ঠান বলে, কিসি কা ভাই কিসি কি জান সিনেমা আমদানীর পরিবর্তে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত (কসাই) ভারতে যাবে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার।
মন্ত্রণালয় জানায়, বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে। সে ধারাবাহিকতায় (পাঠান) সিনেমার পর সালমানখানের (কিসি কা ভাই কিসি কি জান) বাংলাদেশে আসছে।
‘কসাই’ সিনেমায় কাজ করেছেন চিত্রনায়ক নিরব হোসাইন, নবাগত প্রিয়মনি, রাশেদ মামুন অপু, নওশাবা আহমেদ, এলিনা শাম্মি, সায়েম সামাদ, তানজিলা হকসহ আরও অনেকে।
অন্যদিকে, ফরহাদ সামজি পরিচালিত ( কিসি কা ভাই কিসি কি জান ) এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও আরো অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং।সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC