মে ২৯, ২০২৫

বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫

‘ভয় দেখাতে অনেককেই বলতাম, আমি সেনাপ্রধানের কন্যা’

Nimrit Kaur Ahluwalia
নিমরিত কৌর আহলুওয়ালিয়া | ছবি: ইনস্টাগ্রাম থেকে

হিন্দি ও পাঞ্জাবি বিনোদন জগতের জনপ্রিয় মুখ নিমরিত কৌর আহলুওয়ালিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কর্মজীবন ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। সেখানেই তিনি কলেজ এবং কর্মজীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন, যা শুনে অনেকেই স্তম্ভিত। নিজের সাহসিকতার সঙ্গে এসব মোকাবিলা করার কথাও জানান এই অভিনেত্রী।

পাঞ্জাবের কুঁমবডা গ্রামের কাছে কলেজে যাতায়াতের সময় নিমরিতকে নিয়মিত যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। অশ্রাব্য মন্তব্য থেকে শুরু করে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়া, এমনকি কলেজছাত্রীদের নিতম্ব স্পর্শ করার মতো ঘটনাও ঘটেছে। নিমরিত জানান, একদিন তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে যায়।

তিনি বলেন, “নানা রকমের অসভ্যতা করা হতো। একবার আমি আর এক বান্ধবী কলেজের বাইরে প্রিন্ট আউট করাচ্ছিলাম। তখন সন্ধ্যা সাড়ে ৭টা বাজে। দুটি মোটরবাইকে চারজন যুবক এসে আমাদের বিরক্ত করতে শুরু করে। আমি আর সেদিন থেমে থাকতে পারিনি। হাতে একটি বড় পাথর তুলে নিয়ে বলেছিলাম, ‘চল আমাদের সঙ্গে থানায়।’ ভয় দেখাতে অনেককেই বলতাম, আমি সেনাপ্রধানের কন্যা। নানা রকমের মন্তব্য করে আমিও ভয় দেখাতাম।”

আইন নিয়ে পড়াশোনা করেছেন নিমরিত। কিন্তু সেখানেও তাঁকে অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। মাত্র ১৯ বছর বয়সে দিল্লির একটি আদালতে ইন্টার্নশিপ করার সময় এক উচ্চপদস্থ আইনজীবীর হাতে তিনি হেনস্থার শিকার হন। নিমরিত জানান, তিনি একা নন, বহু উঠতি আইনজীবীই ওই আইনজীবীর হাতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন।

সেই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিমরিত বলেন, “আদালতে একটি মামলার শুনানিতে গিয়েছিলাম। আদালতকক্ষে ভিড়ে হঠাৎই আমার নিতম্বে কেউ স্পর্শ করে। প্রথমে মনে হয়েছিল, হয়তো ভুল করে লেগে গেছে। কিন্তু তার পরে পিছনে ফিরে দেখি ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমার চোখের দিকে তাকাচ্ছে না। যেন আমি যে দাঁড়িয়ে রয়েছি, সেটা সে দেখতেই পাচ্ছে না। তখন আমার ভয় লাগতে শুরু করে। আমি একটু সরে দাঁড়াই। তখন মনে হয়, আমার হাতে কেউ স্পর্শ করছেন। পিছন ফিরে দেখি ওই লোকটাই দাঁড়িয়ে। আমার সঙ্গে ওই লোকটাও সরে এসেছিল। আবার আমার নিতম্বে স্পর্শ করতে থাকে সে। আমার চোখে জল চলে আসে। আমি ভয়ে পাথর হয়ে গিয়েছিলাম।”

নিমরিত কৌর আহলুওয়ালিয়া একজন ভারতীয় অভিনেত্রী, আইনজীবী এবং মডেল। তিনি মূলত হিন্দি টেলিভিশনে কাজের জন্য পরিচিত। কালার্স টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘ছোটি সরদারনি’-তে মেহর কৌর চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এছাড়াও, তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এবং ‘খাতরো কি খিলাড়ি’-তেও অংশ নিয়েছেন। নিজের কাজ এবং সাহসিকতার মাধ্যমে তিনি শোবিজ অঙ্গনে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

আরও পড়ুন