প্রখ্যাত মার্কিন অভিনেত্রী আন্দ্রেয়া ইভান্স মারা গেছেন। রোববার (৯ জুলাই) ক্যালিফোর্নিয়ার পাসাডোনায় অবস্থিত নিজ বাড়িতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
লস অ্যাঞ্জেলেস টাইমসকে ইভান্স ম্যানেজার নিক বলেন, ‘ব্রেস্ট ক্যানসারে মারা গেছেন আন্দ্রেয়া। আমি গত সাত বছর ধরে ইভান্সের সঙ্গে কাজ করছি। তার মাঝে অসাধারণ প্রতিভা রয়েছে এবং তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য খুবই আনন্দ ।’
ইভান্স (১৯৭৯ থেকে ১৯৮১) এবং তারপর (১৯৮৫ থেকে ১৯৯০) সাল পর্যন্ত এবিসি’র ‘ওয়ান লাইফ টু লাইভ’-এ টিনা লর্ডের চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি লাভ করেছিলেন। সিরিজটিতে লর্ডের চরিত্রের জন্য ১৯৮৮ সালে এমি মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী।
চার বছর জনসাধারণের দৃষ্টির বাইরে ছিলেন তিনি। ১৯৯০ সালে অভিনয় ছেড়ে দিয়েছিলেন এই ইভান্স। তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
২০০৮ সালে সংবাদমাধ্যম পিপলের সঙ্গে একটি সাক্ষাৎকারে এ ব্যাপারে তিনি বলেছিলেন, এই হুমকি আমাকে চিরতরে বদলে দিয়েছে।
বিরতির পর ইভান্স ‘এ লো ডাউন ডার্টি শেম’ ও ‘আইসক্রিমম্যান’ সিনেমায় ডে টাইম প্রোগ্রামিংয়ে ফিরে আসেন। ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত ‘দ্য বোল্ড অ্যান্ড দ্য বিউটিফুল’-এ মুরের চরিত্রে অভিনয় করেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC