
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে’র নেতৃত্বে রাষ্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষ প্রতীকে ভোটের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকালে আশুগঞ্জ উপজেলা’র উজান-ভাটি রেস্টুরেন্ট থেকে শোভা-যাত্রাটি শুরু হয়ে প্রথমে আশুগঞ্জ উপজেলা’র বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে সরাইল উপজেলা’র বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
এসময় সরাইল ও আশুগঞ্জ উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতার উপস্থিতি ছিলো চোখে পরার মতো। মোটরসাইকেল শোভাযাত্রা’য় জাতীয়তাবাদী দলের স্লোগানে মুখরিত ছিলো রাজপথ।
শোভাযাত্রায় এস এন তরুণ দে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সকলকে ভোট দেয়ার আহ্বান জানানোর পাশাপাশি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করেন জনসাধারণের মাঝে।








