রবিবার ৭ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়ন ঘিরে আহসান উদ্দিন খান শিপনের নানা পরিকল্পনা

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়ন ঘিরে আহসান উদ্দিন খান শিপনের নানা পরিকল্পনা
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়ন ঘিরে আহসান উদ্দিন খান শিপনের নানা পরিকল্পনা /ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিক ও জনতার মুখোমুখি শীর্ষক আলোচনা সভা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন। এসময় নির্বাচনী আসনের উন্নয়ন ঘিরে তাঁর নানা পরিকল্পনা সকলের উদ্দেশ্যে তুলে ধরেন তিনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা সদরের সরাইল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ জামাল।

আলোচনা সভায় নিজের বক্তব্যে আহসান উদ্দিন খান শিপন বলেন, আমার নির্বাচনী এলাকা সরাইল-আশুগঞ্জের ইতিহাস দীর্ঘদিনের। তবে সর্বদিকে স্বয়ংসম্পূর্ণ হলেও বরাবরই দুটি উপজেলায় নানাভাবে অবহেলিত। দল যদি আমাকে মূল্যায়ন করে এবং জনগণ যদি আমার পাশে থাকে, ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনকে আমি টেকসই উন্নয়নের মধ্য দিয়ে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করব।

এসময় তিনি যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা খাতের উন্নতি, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তাঁর পরিকল্পনা ও কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন, জনপ্রতিনিধিদের জবাবদিহিতার মধ্যে রাখলে অবশ্যই এলাকার উন্নয়ন অগ্রগতি সম্ভব। আমি অবহেলিত সরাইল-আশুগঞ্জের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করে তা জানাচ্ছি। আশা করছি, জনগণ আমার সঙ্গে থাকলে এবং আমার দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় আসলে সরাইল ও আশুগঞ্জকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করা হবে।

নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে তিনি বলেন, আমি একেবারে তৃণমূল থেকে রাজনীতি করে কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছেছি। লোভ-লালসার জীবন উপেক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে রাজনীতি করে যাচ্ছি। ৩১ বছরের রাজনীতির জীবনে একাধিকবার জেল খেটেছি, জুলুম-অত্যাচারের শিকার হয়েছি। তবুও থেমে যাইনি, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় আমাকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। আমার নেতা তারেক রহমানের ৩১ দফা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এখন কাজ করছি। ইনশাআল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের রাষ্ট্রক্ষমতায় আসবে বলে আমরা আশাবাদী।

আরও পড়ুন