
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে পাঁচ প্রার্থী এক মঞ্চে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল এগারোটায় নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাহীন নাছরিন। অনুষ্ঠানে অংশ নিয়ে যাঁরা ইশতেহার ঘোষণা করেন, তাঁরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম এ হান্নান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী একে এম আমিনুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী শাহ আলম, বাংলাদেশ ইনসানিয়াত বিপ্লব এর মনোনীত প্রার্থী শরীফ মৃধা, সতন্ত্র প্রার্থী এডভোকেট কামরুজ্জামান মামুন।
এ সময় বক্তব্য রাখেন, নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ, মেজর ইমরন মাসুম সাব্বির।









