
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ দশ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ২ জনের।
শুক্রবার (২ জানুয়ারি ) এ আসনের মনোনয়নপত্র বাছাইয়ের এ তথ্য জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘোষণা করা হয়।
জানা গেছে নাসিরনগর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট বারো জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সেখান থেকে দুজন সতন্ত্র প্রার্থী – সৈয়দ নজরুল ইসলাম ও এম এ হাবিবুর রহমান এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী একে এম আমিনুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের এর মনোনীত প্রার্থী মাওঃ শহিদুল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওঃ হোসাইন আহমেদ আজাদী, সতন্ত্র প্রার্থী সাবেক এমপি এস এ কে একরামুজ্জামান সুখন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মনোনীত প্রার্থী শরীফ মৃধা, ইসলামী ফ্রন্ট এর মনোনীত প্রার্থী মাওঃ ইসলাম উদ্দিন দুলাল।









