ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌপরিবহন মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গাজী মোঃ নোয়াব মিয়া'কে সভাপতি ও মোঃ হুমায়ুন কবির'কে সাধারণ সম্পাদক করে ৪ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা'র অরুয়াইল ইউনিয়নের আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাকিবুল ইসলাম ও কোষাধ্যক্ষ অসিদ রায়। অতিদ্রুত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে দায়িত্বশীল নেতারা।
কমিটি গঠন অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌপরিবহন মালিক সমিতির সভাপতি গাজী মোঃ নোয়াব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌপরিবহন মালিক সমিতির সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র গোপ মাস্টার, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাজহারুল হক'সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নৌপরিবহন মালিক সমিতি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় নিজেদের বক্তব্যে বক্তারা নবগঠিত কমিটির কাছে নদী পথে নৌকা চলাচলে নানা সমস্যার সম্মুখীন ও বিভিন্ন সময়ে চাঁদাবাজির শিকার হতে হয় দাবি করে এ-সব বিষয়ে তৎপর থাকার আহ্বান জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC