শনিবার ২৫ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিএনপি নেতাকে গুলির ঘটনায় প্রতিবাদ সভা

Rising Cumilla -Protest rally over shooting of BNP leader in Brahmanbaria Nabinagar
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিএনপি নেতাকে গুলির ঘটনায় প্রতিবাদ সভা/ছবি: প্রতিনিধি

সঞ্জয় শীল,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুব দলের সাবেক আহবায়ক মফিজুর রহমান মুকুলের উপর গুলির ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মুকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উত্তর মার্কেটস্থ বিএনপি’র উপজেলা কার্যালয়ে এডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইবরুল হাসান সবুজের সভাপতিত্বে ও নবীনগরর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ ইদ্রিস, পৌর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক এস. কে সাইফুল ইসলাম সোহেল, উপজেলা মহিলা দলের নেত্রী লাকী আক্তার, বিপ্লব সরকার, সুমন বাশার, সাবেক ছাত্রদল নেতা অনন্ত হিরা, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, সাজ্জাদসহ অন্যান্যরা।

প্রতিবাদ সভা শেষে মফিজুর রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন