তীব্র গরমে হাঁসফাঁস করছে দেশের অধিকাংশ জেলা। তবে রবিবার ও সোমবার কুমিল্লাসহ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও প্রশান্তি ফিরেছে জনজীবনে। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর সোমবারের জন্য বজ্রপাতের বিশেষ সতর্কতা জারি করেছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে আটটা থেকে পরবর্তী এক থেকে চার ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার চেয়ে বেশি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
যেসব জেলার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে, সেগুলো হলো - রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান।
বজ্রপাতের সময় জানমালের সুরক্ষায় আবহাওয়া অধিদপ্তর কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। সেগুলো নিচে উল্লেখ করা হলো:
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC