মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

Rising Cumilla -Islamic Movement announces candidates for 4 seats in Brahmanbaria
ছবি: প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার চারটি সংসদীয় আসনে তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন দলটির জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।

ঘোষিত প্রার্থীরা হলেন:

  • ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে: হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরী
  • ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে: মাওলানা গাজী নিয়াজুল করীম
  • ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে: মুফতি জসিম উদ্দিন
  • ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে: অধ্যাপক মাহবুবুর রহমান

সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোনীত প্রার্থীরা ইতিমধ্যেই নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। দলের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে এই প্রচারণায় সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

এ সময় বক্তারা মিডফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সেক্রেটারি গাজী নিয়াজুল করিম এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বেলাল।

আরও পড়ুন