বুধবার ৩ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

আতিকুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Former Chhatra League president arrested in Sarail, Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার/ছবি: প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা বেলায়েত হোসেন মিল্লাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সৈয়দটুলা গ্রামে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, বেলায়েত হোসেন মিল্লাতে’র বিরুদ্ধে হত্যা মামলা’সহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন