ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশার মানুষ এবং সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রচার-প্রচারণার গুরুত্ব তুলে ধরা হয়। সভার সার্বিক সহযোগিতা এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সরাইল উপজেলা সমন্বয়ক সঞ্জীব বসু।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC