মার্চ ১২, ২০২৫

বুধবার ১২ মার্চ, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষিজমি ধ্বংসের মহোৎসব, প্রশাসনের নীরবতা!

Brahmanbaria Saraile agricultural land destruction festival, the silence of the administration!
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষিজমি ধ্বংসের মহোৎসব, প্রশাসনের নীরবতা! | ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দফায় দফায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও বন্ধ হয়নি ফসলি জমির মাটি কাটা। টানা ১৬ দিন ধরে শাহবাজপুর ইউনিয়নের চাতল বিলসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কেটে তা ড্রাম ট্রাকে করে বিভিন্ন ইটভাটা ও জমি ভরাটের কাজে পাচার করা হচ্ছে। এতে কৃষি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে এবং তা নির্দ্বিধায় মহাসড়ক দিয়ে পরিবহন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এর আগে গত ২৩ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এবং ২৭ জানুয়ারি স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়। কিন্তু রহস্যজনক কারণে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র কৃষকদের প্রলোভন দেখিয়ে কম দামে মাটি কিনে ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করছে। যদিও প্রশাসন বলছে, জমির উর্বর মাটি কাটা অবৈধ এবং এ ধরনের কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে বাস্তবে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।

এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কে খোলা ট্রাকে মাটি বহন করায় রাস্তার বিভিন্ন স্থানে মাটি পড়ে তা পিচ্ছিল হয়ে যাচ্ছে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। হাইওয়ে পুলিশকে মৌখিকভাবে জানালেও তারাও রহস্যজনক নীরবতা পালন করছে।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, “যারা আইন লঙ্ঘন করে মাটি কাটছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।