ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের আজাদ মিয়া (৫৫) ও আমানত মিয়া (৬০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চাচা আজাদ মিয়া ও ভাতিজা ইনসান মিয়ার মধ্যে ভিটেবাড়ির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার জেরে আজাদ মিয়ার পক্ষের লোকজন প্রতিপক্ষের ওপর পাল্টা হামলা চালালে আমানত মিয়া বল্লমের আঘাতে মারা যান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।