
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের হাত থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার অরুয়াইল বাজারে'র পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন মামলার আসামি হিসেবে পরিচিত ছিলেন বোরহান উদ্দিন। মামলার আসামি হয়েও তিনি প্রকাশ্যেই এলাকায় চলাফেরা করছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে যান।
এসময় খবর পেয়ে বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের গোষ্ঠীর দেড় থেকে দুই শতাধিক লোক ক্যাম্পের সামনে জড়ো হয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবিতে চাপ সৃষ্টি করে।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ বোরহান উদ্দিনকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল থানায় নেওয়ার পথে হামলার মুখে পড়ে। এসময় হামলাকারীরা পুলিশের কাছ থেকে বোরহানকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি মুহূর্তেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে।
এ ঘটনায় অরুয়াইল ইউনিয়ন বিএনপির একাধিক নেতা জানিয়েছে,পুলিশের উচিত ছিল যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করে আসামিকে নিয়ে যাওয়া। তার হাতে হ্যান্ডকাফও ছিল না।
এ বিষয়ে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল। তবে তিনি পুলিশ হেফাজতে আছেন কি না জানতে চাইলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। রাত ১১টার পর বিস্তারিত জানাতে পারবো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC