জানুয়ারি ২১, ২০২৫

মঙ্গলবার ২১ জানুয়ারি, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লাগাতার মিটিং মিছিলে বিপর্যস্ত জনজীবন

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাজনৈতিক দলগুলোর প্রায় প্রতিদিনের সভা-সমাবেশ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। প্রায়শই উপজেলা সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে আয়োজিত এসব মিটিং-মিছিলের কারণে সড়কে তীব্র যানজট তৈরি হচ্ছে। সড়কে চলাচল করতে গিয়ে পথচারী ও যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমতাবস্থায় রাজনৈতিক সভা-সমাবেশের জন্য নির্ধারিত স্থানের ব্যবস্থা করার দাবি উঠেছে।

এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে এক নারী বলেন, “এমনিতেই বাজারের রাস্তা তুলনামূলক সংকীর্ণ, তারপর লাগাতার মিটিং-মিছিল। বাজারে বাজার করতে এলেই বিশাল ভিড় ও যানজটের মুখে পড়তে হয়। বাচ্চারা সময়মতো স্কুলে যেতে পারছে না। এমন অবস্থায় আমাদের জীবনে স্বাভাবিকতা বলতে কিছুই নেই।”

ব্যবসায়ীরাও এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছেন অনেকে। উপজেলা সদরে অবস্থিত বিকাল বাজারের এক ব্যবসায়ী বলেন, “প্রতিদিনের মিছিল ও ভিড়ের কারণে অনেক ক্রেতারা বাজারে আসতে ভয় পাচ্ছেন। তারা এখন পাশের ছোট বাজারগুলোতে যাচ্ছেন। এতে আমাদের বিক্রি কমে যাচ্ছে।”

এক প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজনীতির নামে যদি এভাবে জনজীবন বিপর্যস্ত করা হয়, তাহলে সাধারণ মানুষের আস্থা ক্রমশ রাজনীতির ওপর থেকে উঠে যাবে। রাজনৈতিক দলগুলোর উচিত মানুষের জীবন সহজ করা, কিন্তু তারা উল্টো জটিল করে তুলছে।”

এবিষয়ে সমাজকর্মী সিফাত ইসলাম বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ড এমনভাবে হওয়া উচিত যা জনগণের সমস্যার কারণ না হয়। রাজনৈতিক দলগুলোর উচিত তাদের মিছিল ও সমাবেশ নির্ধারিত স্থানে পরিচালনা করা।”

তিনি আরও বলেন, “জনগণের জন্য রাজনীতি, রাজনীতির জন্য জনগণ নয়। অথচ সরাইলে উল্টো চিত্র দেখা যাচ্ছে। এটি বন্ধ করা উচিত। রাজনৈতিক দলগুলো এবং প্রশাসন একসঙ্গে কাজ না করলে এই সমস্যা আরও বাড়তে পারে।” তার দাবি, সভা-সমাবেশের জন্য নির্ধারিত স্থানের ব্যবস্থা করা যেতে পারে। যার ফলে মানুষের ভোগান্তি অনেক অংশে কম হবে।

স্থানীয়দের প্রত্যাশা, জনজীবনে অশান্তি সৃষ্টি করে নয়, বরং জনকল্যাণের মাধ্যমে রাজনীতি হয়ে উঠুক সমাজের জন্য কল্যাণকর এবং উন্নতির হাতিয়ার।