রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - One arrested with 52 kg of marijuana in Bijoynagar, Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় ৫২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তি মো. রমজান মিয়া— তিনি আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের শামসু মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কারবারিদের অবস্থানের খবর পেয়ে র‍্যাবের একটি টিম শনিবার রাতে কাশিনগর এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করা সম্ভব হয়, আরেকজন দৌড়ে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা চারটি পাটের বস্তা তল্লাশি করে মোট ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন