সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, দুই লাখ টাকা জরিমানা
নাসিরনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, দুই লাখ টাকা জরিমানা/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় রিপন ব্রিকস ফিল্ডকে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহারের অপরাধে ১ লক্ষ(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সময় রিপন ব্রিকস ফিল্ডের পাশে কৃষি জমিতে জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য জমির উপরি-স্তর কর্তনের জন্য এক ব্যক্তিকে ০১ লক্ষ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সর্বমোট ০২ লক্ষ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ। অভিযানকে সহযোগিতা করেন নাসিরনগর থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, ফান্দাউক এলাকার রিপন ব্রিকস কে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা করা হয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন