
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষে বুড়িশ্বরে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার (১৫ নভেম্বর ) বিকাল ৩ টায় বুড়িশ্বর ইউনিয়নের আক্তারনগর বাজার ঈদগাঁ মাঠে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে ও আশিকুর রহমান চৌধুরী পনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব এম এ হান্নান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, বিশেষ অতিথি, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এ কে এম খালেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির, সাংগঠনিকসম্পাদক ২ বশির উদ্দিন চৌধুরী, উপজেলা প্রচার সম্পাদক আজগর পাঠান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ , সহ দপ্তর সম্পাদক আব্বাস মিয়া উপজেলা, সাবেক সভাপতি জামাল মিয়া, নাসিরনগর সদর বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, হরিপুরের সভাপতি তিতন ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুসলেউদ্দিন সোহাগ, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াসিন মাহমুদ ও সদস্য সচিব খাইরুল বাসার রনি, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি সাংবাদিক আব্দুল কাদের সেন্টু, সাধারণ সম্পাদক মনির তালুকদার সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাতেন শরীফ, গোকর্ণ ইউনিয়ন যুবদল সভাপতি তোষার মোল্লা, শ্রমিক দল নেতা ইমরান মিয়া সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান, এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।








