মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন আতাউর রহমান গিলমান

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Ataur Rahman Gilman is the best headmaster in Nasirnagar, Brahmanbaria.
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন আতাউর রহমান গিলমান/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান গিলম্যান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা বাছাই কমিটি তাকে উচ্চ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (স্কুল) হিসেবে মনোনীত করে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে মনোনীত বোর্ড মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে আতাউর রহমান গিলম্যানকে নির্বাচিত করেন।

আতাউর রহমান গিলমান ২০১১ সালের ভলাকুট ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সততা, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

আরও পড়ুন