ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের আদালতের উত্তর-পশ্চিম কোনার বউ সাজ বিউটি পার্লার থেকে ৩ রাউন্ড গুলি, ১ টি পিস্তল ও ১০ লক্ষ ১৮ হাজার জাল টাকার নোটসহ পার্লারটিতে কর্মরত ৩ জন বিউটিশিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য নবীনগর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রবিবার (২১ আগষ্ট ২০২৫) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানটি পরিচালিত করা হয়েছে।
অভিযানকালে বউ সাজ বিউটি পার্লারের মালিক বিলকিস বেগমকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. শাহিনুর ইসলাম জানান, অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC