
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে (০৩ সেপ্টেম্বর ২০২৫) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আউটডোর মাঠ (বড় মাঠ) থেকে উপজেলা বিএনপি’র উদ্যোগে আনন্দ মিছিল শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ রোডে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজমুল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপি’র নির্বাহী সদস্য তকদির হোসেন মো. জসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপি’র নির্বাহী সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ, এডভোকেট আব্দুল মতিনসহ অন্যান্যরা।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি গোলাম হোসেন খান ভিপি টিটু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, পৌর বিএনপি’র সভাপতি মাসুদুর রহমান মাসুদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. মোজ্জাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা যুব দলের আহবায়ক হাজী মো. কাউছার আহম্মেদ, এম কাহহার, মোবারক হোসেনসহ অন্যান্যরা।
বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বিএনপি’র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারন্যের অহংকার জননেতা তারেক জিয়ার ভূমিকা তোলে ধরে বক্তৃতা প্রদান করেন। এছাড়া উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে সংঘবদ্ধ থাকার আহবান করেন। যাতে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপিকে সুসংগঠিত করে নির্বাচনে নিরংকুশ বিজয় লাভ করা যায়।