
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে (০৩ সেপ্টেম্বর) পৌর এলাকার আলীয়াবাদ গোলচত্ত্বর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে পথ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি’র নেতা আনিছুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সদস্য হযরত আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুউদ্দিন মাইনু, উপজেলা যুব দলের সাবেক আহবায়ক মফিজুর রহমান মুকুল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল,সাবেক কাউন্সিলর মো. আবু সাইদ, সাবেক কাউন্সিলর মো. আবু তাহের, সাবেক কাউন্সিলর মো. মামুন মিয়া, উপজেলা যুব দলের আহবায়ক এমদাদুল বারীসহ অন্যান্যরা।
এতে আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি পদ প্রার্থী মো. গোলাম মোস্তফা, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, নবীনগর নবীনগর উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো. রুবেল আক্রাম, পৌর জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মো. রানা খান, নবীনগর উপজেলা জিয়া পরিষদের আহবায়ক মো. সুমন উদ্দিন, সদস্য সচিব মো. টিপু সুলতান, মো. হাসন মিয়া, বায়োজিদ বাবু, ফুল মিয়া, রাসেল, গোলাম সামদানি হৃদয়সহ অন্যান্যরা।