মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মাফফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে (০২ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনিত ধানের শীষের এমপি পদ প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মান্নানের প্রধান অতিথিয়ার্থে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।

এতে আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহম্মেদ মহিন, উপজেলা যুব দলের সভাপতি পদ প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু ও স্থানিয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ অন্যান্যরা।

এ সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে উনার জীবনের নানা দিক তুলে ধরে বক্তরা আলোচনা করেন।

আরও পড়ুন