
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক এডভোকেট এম এ মান্নান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মাসুদুর রহমান মাসুদ।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর বাজারে এ কর্মী সভাটি অনুষ্ঠিত হয়েছে।
শ্রীরামপুর ইউনিয়নের সাবেক মেম্বার মো. শহীদুল্লা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম রমজানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ইবরুল হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ ইদ্রিস, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মাইনুউদ্দিন আহাম্মেদ মহিন, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, যুগ্ম সাধারণ সম্পাদক এস. কে সাইফুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ, উপজেলা যুব দলের সভাপতি প্রার্থী মনজুরুল ইসলাম মজনু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অনন্ত হিরা, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী সাজ্জাদ হোসেন, মোবারক হোসেন, বিপ্লব সরকার, সুমন বাশার ও স্থানিয় নেতাকর্মীরাসহ অন্যান্যরা।









