সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর মহিলা ডিগ্রী কলেজে শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি ঘোষণা, শিক্ষকদের সাথে মৌন সমর্থন জানান শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি পূরনের দাবি করেন ও হামলার তীব্র নিন্দা জানান।
সোমবার সকাল (১৩ অক্টোবর ২০২৫) ১০ ঘটিকায় নবীনগর মহিলা ডিগ্রী কলেজ প্রান্তরের শহীদ মিনার চত্ত্বরে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২ অক্টোবর ২০২৫) ঢাকায় শিক্ষকদের দাবি আন্দোলনের সমাবেশে হামলার প্রেক্ষিতে এ কর্মসূচী।
এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ, প্রাক্তন অধ্যক্ষ শুকলা রানী ভট্টাচার্য, প্রাক্তন অধ্যক্ষ ইয়াবের হাসান জামিল, সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, জ্যৈষ্ঠ প্রভাষক জাকির হোসেন, জ্যৈষ্ঠ প্রভাষক খোরশেদা আক্তার, জ্যৈষ্ঠ প্রভাষক শিউলি পারভীন, জ্যৈষ্ঠ প্রভাষক ফরিদা ইয়াসমিন, প্রভাষক নকুল কুমার সাহা, প্রভাষক মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক মোহাম্মদ মুক্তাদির, প্রভাষক শিউলি আক্তারসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।
শিক্ষার্থীদের পক্ষে প্রমিতা জানান, আমাদের শিক্ষকদের উপর হামলার ঘটনায় আমরা লজ্জিত। শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রভাষক ফাতেমা আক্তার বলেন, শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলনে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষকদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি। দাবি আদায়ের লক্ষ্যে আজ থেকে আমাদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি চলবে।
জ্যৈষ্ঠ প্রভাষক জাকির হোসেন বলেন, অবিলম্বে হামলাকারিদের বিচারের আওতায় আনা হউক। সেই সাথে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ বলেন, আমাদের শিক্ষকদের ন্যায্য দাবির সমাবেশে যে হামলা হয়েছে তা খুবই দুঃখজনক। এতে আমরা মর্মাহত। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারিদের বিচার দাবি করি ও শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করছি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC