
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ মার্চ ২০২৫) কসবা থানার এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কসবা পৌরসভার শাহপুর দক্ষিণ পাড়ার রাজাপুর মোড়ে অভিযান চালায়।
কসবা-কুটি চৌমুহনী পাকা রাস্তার ওপর তল্লাশির সময় মো. বশির হাসান (২৫) ও আদনান রাসেল ওরফে রাসেল মিয়া (২৯)-কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বশির হাসানের বাড়ি শ্রীপুর মধ্যপাড়ায় এবং আদনান রাসেল দিঘীরপাড় এলাকার বাসিন্দা। উভয়ের বাড়ি কসবা উপজেলার ৯নং কায়েমপুর ইউনিয়নে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও পিকআপ গাড়ি সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।