বুধবার ২৬ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -First female Deputy Commissioner appointed in Brahmanbaria's history
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে ঘোষণার পর প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করলেন শারমীন আক্তার জাহান। রোববার (১৬ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন।

১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে শুরু করে দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর এই জেলা প্রথমবারের মতো একজন নারী প্রশাসক পেলো। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম জেলা প্রশাসক ছিলেন মো. নিজাম উদ্দিন। শারমীন আক্তার জাহানের এই নিয়োগ জেলার ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ নতুন অধ্যায় সূচনা করলো।

ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশমুখ আশুগঞ্জে রোববার দুপুরে নবাগত জেলা প্রশাসক শারমীন জাহানকে উষ্ণ অভ্যর্থনা জানান আশুগঞ্জের ইউএনও, অ্যাসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি) সহ অন্যান্য কর্মকর্তারা।

শারমীন আক্তার জাহান বিসিএস (প্রশাসন) এর ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি সফলভাবে নড়াইলের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি প্রায় এক বছর দুই মাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। দিদারুল আলম বিসিএস (প্রশাসন) এর ২৪তম ব্যাচের কর্মকর্তা।

আরও পড়ুন