বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের মৃত্যুর ৫ম দিনে কুলখানিতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের মৃত্যুর ৫ম দিনে কুলখানিতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে মায়ের মৃত্যুর ৫ম দিন রাতে কুলখানির আয়োজনকালে বিদ্যুস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন মারা গেছেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 
জানা যায়, মায়ের কুলখানির জন্য আনুমানিক রাত ১১ টায়  জবাইকৃত গরু’র রক্ত পরিষ্কার করার সময় নারিকেল গাছে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশতা এ দূর্ঘটনা ঘটে। মরহুমের ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
মরহম মো. আবুল হোসেনের বাড়ি ঘিরে শত শত মানুষের ভিড়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা আর কান্নার রুল পড়েছে।
জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মো. আব্দুল মান্নান নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক জানিয়েছেন।
আরও পড়ুন