
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের পদ্মপাড়ায় উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলকে পর পর তিনটি গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ শেষে রিক্সা যোগে বাড়ি ফেরার পর নিজ বাড়ির গেইটে এ ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহত মফিজুর রহমান মুকুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
হামলার ঘটনায় ক্ষুদ্ধ নেতাকর্মীরা সদরে প্রতিবাদ মিছিল ও ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে।
উপজেলা স্ব্যাস্থ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, মফিজুর রহমানের পিঠে দুটি গুলি ও কোমড়ে একটি গুলি লেগেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) শাহীনুর ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি।









