জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীদের ঝাড়ু মিছিল

Sweeping procession of deposed leaders and activists demanding abolition of BNP committee in Brahmanbaria.
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির নবগঠিত উপজেলা কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে দলটির একাংশের ও পদবঞ্চিত সাবেক নেতাকর্মীরা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি সরাইল সদরের প্রধান প্রধান বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে পথসভায় পরিণত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা নবগঠিত কমিটিকে “বিতর্কিত” এবং “পকেট কমিটি” আখ্যা দিয়ে অবিলম্বে এটি বাতিলের দাবি জানান। তারা ঝাড়ু হাতে নিয়ে স্লোগান দিতে দিতে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ওসমান খান, বিএনপির সাবেক নেতা আবজাল হোসেন, শফিকুল ইসলাম খন্দকার সেলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জহির উদ্দিন, নাজমুল আলম খন্দকার মুন্না এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার। তারা অভিযোগ করেন, বর্তমান কমিটি অগণতান্ত্রিক পদ্ধতিতে গঠিত এবং তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সম্পৃক্ত না করেই চূড়ান্ত করা হয়েছে।

প্রসঙ্গত, আনিছুল ইসলাম ঠাকুরকে সভাপতি এবং অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুকে সাধারণ সম্পাদক করে চার মাস আগে সরাইল উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি। তবে কমিটির তালিকা এতদিন গোপন রাখা হয়। সম্প্রতি এটি প্রকাশিত হলে দলের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যা এই আন্দোলনে রূপ নেয়।