মার্চ ২৩, ২০২৫

রবিবার ২৩ মার্চ, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধে জায়ের নাক কামড়ে ছিড়ে নিলেন আরেক জা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক বিরোধের জেরে এক নারী তার জায়ের নাক কামড়ে ছিড়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৫ মার্চ আহতের স্বামী মনির মিয়া নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আহত মানছুরা বেগম (৪০) উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের বাসিন্দা এবং মনির মিয়ার স্ত্রী। অভিযুক্ত লাকি আক্তার একই গ্রামের মুখলেস মিয়ার স্ত্রী। মুখলেস ও মনির সহোদর।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে লাকি আক্তার প্রায়ই প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতেন। ১১ মার্চ এ ধরনের এক ঝগড়ার জেরে জা মানছুরার সঙ্গে লাকির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাকি আক্তার হঠাৎ মানছুরাকে কামড়ে তার নাকের মাংস ছিড়ে ফেলে।

আহত মানছুরা বেগম জানান, লাকি আক্তার প্রায়ই তাদের ওপর হামলা করেন এবং যাকে-তাকে কামড়ে দেন। এর আগেও তিনি অনেককে কামড় দিয়েছেন।

মামলার বাদী ও আহতের স্বামী মনির মিয়া বলেন, “লাকি প্রায়ই ঝগড়া করেন এবং কিছু হলেই মানুষকে কামড়ে দেন। আমার স্ত্রীকে কামড়ে নাকের মাংস ছিড়ে নিয়েছে তিনি।”

পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার মিয়া জানান, এ ঘটনা নিয়ে একবার সালিশ হয়েছিল। তবে দুই জায়ের মধ্যে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে গিয়ে এমন ভয়াবহ পরিণতি হয়েছে।

এদিকে, অভিযুক্ত লাকি আক্তার বর্তমানে কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।