মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নারী নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Two sides clash over women in Brahmanbaria, army in control
ব্রাহ্মণবাড়িয়ায় নারী নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নারী সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

রবিবার (১১ জানুয়ারি) উপজেলার কুন্ডা গ্ৰামের কোনাপাড়া এলাকায় সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুন্ডা গ্ৰামের কোনাপাড়া এলাকার কলমদর মিয়া ও রৌশন আলীর মধ্যে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়, সকালে শালীস চলাকালীন উত্তেজিত হয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নাসিরনগর সদর ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) পিতৃ লাল ঘোষ জানান , নারী সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, বর্তমান এ পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন