ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রমোদ-প্রসন্ন স্মৃতি সংসদ আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন ইউ,পি চেয়ারম্যান মনসুর আহমেদ। বিকাল ৫ টা পর্যন্ত চলে চিকিৎসা সেবা।
বুড্ডা গ্রামের সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডাঃ জগদীশ চন্দ্র দাসের নেতৃত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে চট্টগ্রামের বিজিসি হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক নিবেদিতা পাল, ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডাঃ অনল চন্দ্র দাস,শিশু- স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ কনিকা রানী দাশ,ডাঃ অর্পনা দাস জ্যোতি চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।
এ মেডিকেল ক্যাম্পে হাজারো রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
প্রমোদ-প্রসন্ন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ডাঃ জগদীশ দাস বলেন, সমাজের প্রতি, মানুষের প্রতি আমাদের দায় আছে। এলাকার বাইরে সুদীর্ঘ অবস্থানের ফলে ইচ্ছা থাকা সত্বেও অনেক কিছু করতে পারিনা। সমাজের মানুষের জন্য কিছু করতে চাই।
উদ্বোধনকালে ইউ,পি চেয়ারম্যান মনসুর আহমেদ বলেন, আমাদের বুড্ডা গ্রামের একই পরিবারের ৫ জন চিকিৎসকের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। প্রতিবছর এমন আয়োজন করার অনুরোধ রইলো।
এসময় নোঁয়াগাও ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ অলি আহাদ মৃধা, অবসরপ্রাপ্ত শিক্ষক হারুনুর রশিদ ও লক্ষীকান্ত দাস, এডভোকেট তপন কুমার দাস, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম ভবতোষ দাস, অজিত কুমার দাস,রনজিন দাস, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য সহকারি প্রানেশ দাস, বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুহেল রানা, শিক্ষক রুবেল চন্দ্র দাস,বিএনপি নেতা আবদুল আউয়াল,তারা মিয়া, শহীদ মিয়া, যুবদল নেতা লায়েছ আহমেদ, পল্লী চিকিৎসক সেম্ভু রাম দাস,সন্তোষ দাস ও অপু সরকার,ব্যবসায়ী কাজী ইকবাল,আদৃতা দাশ,অরুনিমা দাশ,অন্তর দাশ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC