দীর্ঘ এক যুগ পর ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার ওপর দিয়ে আবারও টর্নেডো বয়ে গেছে। গ্রামবাসীর মোবাইল ফোনে এই টর্নেডোর দৃশ্যটি রেকর্ড হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পাঘাচং এবং বিজয়নগর উপজেলার কাইজলা বিলের ওপর দিয়ে এই ঘূর্ণিবায়ু দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসী জানান, বিকেল ৫টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া কিছুটা উষ্ণ ছিল। এর মধ্যেই পাঘাচং ও কাইজলা বিলের ওপর দিয়ে টর্নেডোর সৃষ্টি হয়। এই দৃশ্য দেখে স্থানীয় গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে নিজেদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এর ভিডিও ধারণ করেন।
ক্ষয়ক্ষতির ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য সেসময় গ্রামের বাসিন্দারা আজান দিয়ে মহান আল্লাহতালার কাছে মোনাজাত করেন।
বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা জানান, খবর পেয়ে তিনি দ্রুত কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ নিয়েছেন। তিনি নিশ্চিত করেন যে এটি মূলত সদর উপজেলার অংশে পড়েছে এবং যেহেতু টর্নেডোটি বিলের ওপর দিয়ে বয়ে গেছে, তাই কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় ২০১৩ সালের ২২ মার্চ সদর উপজেলার চিনাইর এবং আখাউড়া উপজেলার আমেদাবাদ গ্রামের ওপর দিয়ে একটি প্রলয়ঙ্করী টর্নেডো বয়ে গিয়েছিল। সেই প্রাকৃতিক দুর্যোগে ২০ জন মানুষ প্রাণ হারান এবং অসংখ্য বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC