
রাইজিং কুমিল্লা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধভাবে সংগ্রহ করা ৫৬০ পিস মোবাইল ফোনের ডিসপ্লেসহ মো. রুহুল আমিন কিরন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার রুহুল আমিন কিরন নরসিংদী জেলার সদর উপজেলার বুয়াকুর এলাকার আফাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, রাতের ওই বিশেষ অভিযানে কিরনকে আটক করা হয়। পরে তার দখলে থাকা অবৈধ ৫৬০টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC