ফেব্রুয়ারি ২১, ২০২৫

শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

View exchange meeting and video exhibition on village courts at Brahmanpara Sadar Union Parishad
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে বিরোধ বা বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা যা ন্যায্য বিচার লাভে সহায়তা করে। গ্রাম আদালতে সবাই অল্প সময়ে, স্বল্প খরচে এবং অতি সহজে প্রতিকার পায়। গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের ফিস ছাড়া অন্য কোনো খরচ নেই। গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলার জট কমাতে সাহায্য করে।

এসময় তারা বলেন, কেন আমরা গ্রাম আদালতে যাবো? গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে।

এছাড়া প্রতিনিধি মনোনয়নে আবেদনকারী ও প্রতিবাদী সমান সুযোগ পায়। পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে, আইনজীবী দরকার হয় না। গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়, এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে।

তারা আরও বলেন, গ্রাম আদালতে পক্ষদ্বয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হয়। দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খুব সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পায়।

সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক।

গ্রাম আদালতের বিভিন্ন সুফল তুলে ধরেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ব্রাহ্মণপাড়া উপজেলা সমন্বয়কারী মো. রমজান আলী।

এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ঈমাম, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।