ফেব্রুয়ারি ২০, ২০২৫

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাহ্মণপাড়ার শিদলাইয়ে পিঠা পুলির উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা

Brahmanpara Shidlai Nazneen High School Matwara students at Pitha Puli festival
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিদলাই নাজনীন হাই স্কুলে শীতকালীন পিঠা পুলির উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন পিঠা পুলির পসরা নিয়ে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে স্কুলের সার্বিক সহযোগিতায় বাহারি রঙের পিঠা পুলি নিয়ে স্কুলের শিক্ষার্থীরা ১০টি স্টলে অংশগ্রহন করেন।

এতে স্কুলের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পিঠা পুলি উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান।

এর আগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহানকে স্কুলের স্কাউটসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে নবাগত ইউএনও স্টল ঘুরে দেখেন এবং পিঠা পুলির উৎসবের প্রশংসা করেন।

এসময় সহকারি প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।