"সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শশীদল ইউনিয়ন পরিষদের আয়োজনে একটি র্যালি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়।
এতে শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মো. জাহাঙ্গীর আলম, ইউনিয়ন হিসাব সহকারি মো. আসলাম মিয়া , ইউনিয়ন পরিষদ সদস্য যথাক্রমে মোঃ তাজুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল কুদ্দুছ, আল-মামুন, নজরুল ইসলাম, নুরুল ইসলাম, আবদুল হক, হানিফ মিয়া, মোহাম্মদ সুমন মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য নাছিমা বেগম, শেফালী আক্তার, শিল্পী আক্তারসহ গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গরা।
এসময় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC