
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী হাজী জসিম উদ্দিন এর পক্ষে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে শশীদল ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল পথসভা ও মিছিল হরিমঙ্গল বাজার থেকে শুরু করে শশীদল বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
মিছিলে ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সাজু, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম, সাধারন সম্পাদক মোঃ আবু সুফিয়ান মিন্টু, সাংগঠনিক সম্পাদক সোহেল আকবর ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু তাহের, সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুছ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাহবুব আলম, সদস্য সচিব সৌরভ সাগর ইউনুছ, যুগ্ম আহবায়ক আলমাছ সরকার, মিজানুর রহমান, রুবেল রানা, ইমন সরকার, ছাত্রদলের আহবায়ক সাকিব মাহমুদ, জাসাসের আহবায়ক ইয়াছিন আরাফাতসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
মিছিলে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC