
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা ৫নং ওয়ার্ডে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারী) বিকাল ৪ টায় শশীদল ইউনিয়নের মানরা আল আমিন মার্কেটে শশীদল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি গাজী ফয়েজ আহমেদের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা সাইফুল ইসলাম আশ্রাফী।
এতে বারেশ্বর দরবার শরীফের পীর খন্দকার মাওলানা সাইফুল ইসলাম লোদী এর সভাপতিত্বে ও মাওলানা জহির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম, সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন (বিএসসি), মাওলানা মো. রাশেদুল হক।
এসময় শশীদল ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুন্সী আব্দুল কুদ্দুছ, মাওলানা উবায়েদুল্লাহ, ডাঃ বাবুল, মাওলানা আব্দুল কাইয়ুম, মারজান আলম, শাহ আলমসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এখন সুযোগ এসেছে, নতুন ভাবে দেশকে সাজানো। দেশের জনগন দাড়িঁপাল্লার পক্ষে কাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারী ড. মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে কাজ করে বিজয়ী করতে হবে। জনগনকে সাথে নিয়েই জামায়াতে ইসলামী আগামীদিনে রাষ্ট্র গঠন করবে ইনশাল্লাহ।










