কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মনোহরপুর অলুয়া চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয়ে নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) বিকাল ৩টায় স্কুল প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র স্কুলের নবগঠিত কমিটির সভাপতি মো. আবু বকর ছিদ্দিক।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের সদ্য বিদায়ী সভাপতি প্রদীপ কুমার সাহাকে সম্মাননা স্মারক বিদায় ও বর্তমান সভাপতি মো. আবু বকর ছিদ্দিককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মোসা. আনোয়ারা বেগম এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের সার্বিক দিক তুলে ধরেন স্কুলের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. হারুনুর রশিদ ভূঁঞা।
এসময় স্কুলের স্থায়ী দাতা সদস্য ওসমান গনি ভূঁঞা, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল আলম ভূঁঞা, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, মো. ফরিদ উদ্দিন ভূঁঞা, আব্দুর রউফ ভূঁঞা, মোছলেহ উদ্দিন দারোগা, ডা. কবির হোসেন, আব্দুল মতিন খন্দকার, মো. ফরিদ ভূঁঞা, নুরুল ইসলাম খন্দকার, আব্দুর রশিদ নাঈম, আব্দুল কাইয়ুমসহ শিক্ষক, কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক বলেন, মনোহরপুর অলুয়া চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর সাহায্য কামনা করছি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC