কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাধবপুর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক দুই বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ শামসুল আলম।
যোগ্য প্রার্থী হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে আগামী (ছয়) মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন। ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন শিক্ষক প্রতিনিধি রতন চন্দ্র শীল, অভিভাবক প্রতিনিধি মোঃ আব্দুল হাকিম।
সোমবার এই উপলক্ষে (২১ এপ্রিল) বিকাল ৪টায় স্কুলের নব-নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।
এতে স্কুলের সভাপতি মোঃ শামসুল আলম এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবদুল আজিজ এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শেখ জাবের, গোলাম মোস্তাফিজুর রহমান নয়ন, জামায়াত নেতা আবুল হাশেম, শেখ মাসুক, জামাল মিয়া, বিএনপি নেতা এডভোকেট শাহ আকরাম, বিএনপি নেতা মোস্তাফিজ শিকদার, বিএনপি নেতা মিয়া মো. লিটন, বিএনপি নেতা দুলু মিয়া, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য আবুল হাশেম, জয়দল ইসলাম, মিয়া মো. শামীম, আব্দুল হক, ফখরুল ইসলাম সরকার, আবুল বাশার, ছোটন মাস্টার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইমন, সিনিয়র সহ-সভাপতি সুজন শিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিয়া মো. শাহাদাত, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোঃ রায়হান, যুবদল নেতা ফেরদৌস আহাম্মেদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আকাশসহ এলাকাবাসীরা।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মোঃ শামসুল আলম বলেন, মাধবপুর উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC