বৃহস্পতিবার ২১ আগস্ট, ২০২৫

‎ব্রাহ্মণপাড়া পূর্বপোমকারা জিন্নতিয়া মকবুল হোসেন কাদেরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোঃ শাহীন আলম

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়া পূর্বপোমকারা জিন্নতিয়া মকবুল হোসেন কাদেরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোঃ শাহীন আলম

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী পূর্বপোমকারা জিন্নতিয়া মকবুল হোসেন কাদেরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ শাহীন আলম। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনের নিয়মানুযায়ী সভাপতি পদসহ ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদিত হয়েছে।

গত সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনায় রেজিস্টার (প্রশাসন) স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে (২ বছর) মেয়াদ উল্লেখ করে লিখিত পত্রে এ কমিটি অনুমোদন দেন।

এ কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব অত্র মাদ্রাসার সুপার, দাতা সদস্য মো. আলমগীর হোসেন, অভিভাবক সদস্য যথাক্রমে মো. কবির আহাম্মদ সরকার, মো. এমদাদুল হক দুলাল, মোঃ আল আমিন, মো. মনিরুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য তাছলিমা আক্তার হেপী, সাধারণ শিক্ষক সদস্য মো. সিরাজুল ইসলাম খান ও কাজী মো. সুলতান আহাম্মদ। জানা যায়, নব-নির্বাচিত সভাপতি মো. শাহীন আলম (২০০৮ সালে) শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, (২০১০ সালে) মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি, (২০১৫ সালে) অনার্স ও (২০১৬ সালে) মাষ্টার্স করেছেন গনিত বিভাগ থেকে। ছাত্রজীবনে তিনি সকলের কাছে গনিতের ম্যাজিক ম্যান হিসাবে পরিচিত ছিলেন। পরবর্তীতে কসবায় একটি স্বনামধন্য কলেজে প্রভাষক হিসাবে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন।

সবশেষে সকলকে ব্যাথিত করে (২০১৯ সালে) পল্লী সঞ্চয় ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখায় যোগদান করে এখন পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। মাদ্রাসা সংশ্লিষ্টরা বলেন, মোঃ শাহীন আলম ব্যক্তি হিসেবে সৎ, যোগ্য, দক্ষ ও বিনয়ী মানুষ। তিনি সভাপতি নির্বাচন হওয়াতে আমরা ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করছি তার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে ও অবকাঠামোর ব্যাপক উন্নয়নের বিপ্লব ঘটবে।

এবিষয়ে নব-নির্বাচিত সভাপতি মোঃ শাহীন আলম বলেন, আমি সততার সাথে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এ মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক দিকে উন্নয়ন করতে সবর্দা চেষ্টা করবো, ইনশাআল্লাহ। সার্বিক উন্নয়ন করার লক্ষে আমি যে দায়িত্ব পেয়েছি তা যেন সঠিকভাবে পালন করতে পারি। সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন